ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রেুাকে আমিরাতের সমর্থন

1
1036
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রেুাকে আমিরাতের সমর্থন

মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফরাসি ম্যাগাজিন শার্লি এবেদোয় অবমাননাকর কার্টুন ছাপানোর প্রতিক্রিয়ায় সৃষ্ট পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন যে ইসলামবিদ্বেষী বক্তব্য দিয়েছে তার পক্ষে অবস্থান নিয়েছে সংয়ুক্ত আরব আমিরাত।

জার্মান দৈনিক ডাই ওয়েল্ট-কে দেয়া এক সাক্ষাৎকারে আমিরাতের উপ পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ ম্যাকরনের পক্ষে সমর্থন দিয়ে বলে, মুসলিমদের আরো বেশি ‘সংমিশ্রণ’ দরকার। সে যা বলেছে তা সম্পূর্ণ সঠিক।” গারগাশ বলেছে, পশ্চিমা সমাজে মুসলমানদেরকে আরো ভালোভবে মিশতে হবে।

ফ্রান্সে মুসলিমদের বসবাসকে ফরাসি প্রেসিডেন্ট ভালো চোখে দেখছে না- এমন বাস্তবতাকেও আনোয়ার গারগাশ নাকচ করে দেয়।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসলামের তারকাগণ | পর্ব:১২ | হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু – ০১
পরবর্তী নিবন্ধখোরাসান | মুজাহিদদের হামলায় অন্তত ৬০ কাবুল সৈন্য হতাহত, ১১টি ট্যাঙ্ক ধ্বংস