পাকিস্তানের মাহমান্দ এজেন্সির পান্ডিয়ালাই সীমান্তে একটি হামলার ঘটনা ঘটেছে, গত ২১ নভেম্বর রাতে এই হামলার ঘটনায় তথাকথিত শান্তি কমিটির প্রধান মারা যায়।
পাকিস্তানের শীর্ষস্থানীয় জিহাদী গ্রুপ তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র মুহাম্মদ খোরাসানী হাফিজাহুল্লাহ্ এই হামলার দায় স্বীকার করে বলেছেন, টিটিপির মুজাহিদগণ পণ্ডিয়ালাই সীমান্তে সুপরিচিত সেনা কর্মী এবং তথাকথিত শান্তি কমিটির প্রধান মালিক রাজ ওয়ালির সম্মুখভাগে আক্রমণ করেছিলেন। এতে শেরজাদা নামে মালিক রাজ ওয়ালীর দেহরক্ষীদের মধ্যে এক মুরতাদ সদস্য মারা গিয়েছে এবং অন্যরা পালিয়েছে।
উল্লেখ্য যে, মুরতাদ মালিক রাজ ওয়ালির উপর এর আগেও হামলা চালিয়েছেন মুজাহিদগণ। কিন্তু প্রতিবারই সে ময়দান থেকে সবার আগে পালিয়ে যেতো।