তালেবানদের প্রতিষ্ঠিত ইমারতে ইসলামিয়া আফগানিস্তান বাদঘিস প্রদেশের মুরগাব জেলায় দীর্ঘ ১৮ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ শুরু করেছে।
তালেবান মুখপাত্র ক্বারী ইউসুফ আহমাদি হাফিজাহুল্লাহ্ তাঁর টুইটার অ্যাকাউন্টে এই রাস্তার ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন, তাঁরা জানিয়েছে যে সড়কটি মুরগাব জেলা কেন্দ্র থেকে শুরু করে মরিচাক বাজার পর্যন্ত প্রসারিত হবে। আর তালেবানদের এই সড়কটি র্নির্মাণ কাজে বেসামরিক নাগরিকরাও সহায়তা করার কথা জানিয়েছে।
স্থানীয়রা বলছেন যে সড়কটি খুব যানজট ছিল, এটি পুনর্নির্মাণ কাজ সমাপ্ত হলে যানজট নিরসনে অনেকটাই সহায়তা হবে। এই অঞ্চলের কয়েক হাজার মানুষ জেলা শহরে খুব দ্রুতই আসা-যাওয়া করতে পাবেন, এতে মানুষের জীবন-যাত্রার মান বাড়বে।
উল্লেখ্য যে, তালেবানরা ইতোমধ্যে দেশজুড়ে বেশ কয়েকটি পুননির্মাণ প্রকল্প সম্পন্ন করেছে। এছাড়াও অনেকগুলো প্রকল্পের কাজ এখনো চলমান রয়েছে।