চট্টগ্রামের হাটহাজারীতে আবর্জনায় ভরা একটি ডোবা থেকে মুহাম্মদ ইউচুপ (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে হাটহাজারী উপজেলা সদরের ১ নম্বর ওয়ার্ডের মাছবাজার এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই ব্যক্তির বাড়ি ঘটনাস্থলের এক কিলোমিটার দূরে একই ওয়ার্ডের রঙ্গিপাড়া এলাকায়। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই আছে।
স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, লাশটি তিন থেকে চার দিন আগের। কিছুটা ফুলে পচে গেছে। স্থানীয় লোকজন আজ সকালে বাড়ির সামনের ডোবায় লাশ দেখে হাটহাজারী থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তি সবজি ও মাছ ফেরি করে বিক্রি করতেন।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, লাশটি যে মুহাম্মদ ইউচুপের, তা পরিবারের লোকজন শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
প্রথম আলো