ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবাজ তালেবান মুজাহিদিন পাকতিয়া প্রদেশের শামান্দ জেলায় একটি সড়ক নির্মাণ কাজ শুরু করেছেন। প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি খোশামন্দ ও দিল্লি জেলাসহ আশপাশের গুরুত্বপূর্ণ শহরগুলিকে সংযুক্ত করবে।
স্থানীয় বাসিন্দারা সড়ক নির্মাণ কাজ শুরু করায় স্বাগত এবং এর পুনর্নির্মাণের দিকে মুজাহিদিনের মনোযোগের প্রশংসা করেছেন। এছাড়াও স্থানীয় ধনাঢ্য জনগণ এই আশ্বাস দিয়েছে যে, প্রয়োজন হলে তারাও এই কাজে তালেবানকে সহায়তা করবেন।
সড়কটি নির্মাণ কাজের কিছু দৃশ্য 👇📸
alhumdulillah