এবার কৃষক লীগ নেতা ও তার ভাই মাদকসহ গ্রেপ্তার

0
372
এবার কৃষক লীগ নেতা ও তার ভাই মাদকসহ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইয়াবা ট্যালেটসহ (মাদক) কৃষক লীগের এক সভাপতি ও তার বড় ভাই ধরা খেয়েছে। গ্রেপ্তার হওয়া ওই কৃষক লীগ নেতার নাম মজনু রানা (৪৫)। তিনি উপজেলার লাউর ফতেপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং তার বড় ভাইয়ের নাম ফয়েজ সরকার (৫০)।

সোমবার সন্ধ্যায় লাউর ফতেপুর থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে কৃষক লীগ নেতা মজনু রানা এলাকায় দাপটের সঙ্গে মাদক ব্যবসা করে আসছে। সরকারি দলের এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠজন হওয়ায় তাকে স্থানীয়রা বেশ সমীহ করতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, কিছুদিন আগে কৃষক লীগ নেতা মজনু রানাকে জড়িয়ে মাদক বিক্রির একটি আলোচিত ঘটনার ভিডিও ফুটেজ এলাকায় ভাইরাল হলে এ নিয়ে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। কিন্তু তিনি (মজনু) ষড়যন্ত্রের স্বীকার হয়েছেন এমন কথা বলে প্রভাবশালী এক নেতার তদবিরে সে যাত্রায় রক্ষা পান ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মজনু মিয়া। কালের কণ্ঠ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচাঁদাবাজির মামলায় আটক ধুনট যুবলীগ সভাপতি
পরবর্তী নিবন্ধভারতীয় টিভি সিরিয়াল ‘ক্রাইম পেট্রোল’ দেখে ভাই-ভাবিসহ চারজনকে হত্যা