ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্জন আমবাগানে পড়ে ছিল এক যুবকের লাশ। গতকাল বুধবার রাতে লাশটি উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম দুলাল মিয়া (৩৫)। তাঁর বাড়ি তারাকান্দা উপজেলার পশ্চিম সাধুপাড়া গ্রামে। তিনি ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এলাকায় থেকে ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
ময়মনসিংহ কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রথম আলো