মাসিক রিপোর্ট | কেবল কুন্দুজেই ৪৪৫ কাবুল সৈন্যের তালেবানে যোগদান

0
521
মাসিক রিপোর্ট | কেবল কুন্দুজেই ৪৪৫ কাবুল সৈন্যের তালেবানে যোগদান

গত এক মাসে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের আটটি জেলা থেকেই ৪৪৫ জন কাবুল সরকারী কর্মকর্তা তাদের সামরিক পদ থেকে পদত্যাগ করেছেন। পরে তারা তালেবানদের কাছে আত্মসমর্পণ করেন।

রিপোর্ট অনুযায়ী, তালেবানে যোগদানকারী সৈন্যদের মধ্যে ১৭৪ জন ইমাম সাহেব জেলা থেকে, ৫৬ জন খান আবাদ জেলা থেকে, ৩২ জন দাশ্তআরচি জেলা থেকে, ২৪ জন আলিয়াবাদ জেলা থেকে, ২৩ জন ছাহার-দারা জেলা থেকে, ৭ জন কিলয়াহ-জাল জেলা থেকে, ৫ জন টেপা জেলা থেকে এবং ২৪ জন কেন্দ্রীয় কুন্দুজ থেকে আত্মসমর্পণ করেছেন। তালেবানে যোগদানকারী এসব সৈন্যদের স্বাগত জানায় ইমারতে ইসলামিয়ার দাওয়াহ্ ও দিকনির্দেশনা বিভাগের কর্তৃপক্ষ।

IMG-20200930-184648-407-1601617351717

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | তালেবানে যোগ দিল ৮৮ কাবুল সৈন্য
পরবর্তী নিবন্ধযদি মার্কিনীরা দেশ ত্যাগ না করে, তবে আমরা অবশ্যই তাদের হত্যা করব- তালেবান