গত এক মাসে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের আটটি জেলা থেকেই ৪৪৫ জন কাবুল সরকারী কর্মকর্তা তাদের সামরিক পদ থেকে পদত্যাগ করেছেন। পরে তারা তালেবানদের কাছে আত্মসমর্পণ করেন।
রিপোর্ট অনুযায়ী, তালেবানে যোগদানকারী সৈন্যদের মধ্যে ১৭৪ জন ইমাম সাহেব জেলা থেকে, ৫৬ জন খান আবাদ জেলা থেকে, ৩২ জন দাশ্তআরচি জেলা থেকে, ২৪ জন আলিয়াবাদ জেলা থেকে, ২৩ জন ছাহার-দারা জেলা থেকে, ৭ জন কিলয়াহ-জাল জেলা থেকে, ৫ জন টেপা জেলা থেকে এবং ২৪ জন কেন্দ্রীয় কুন্দুজ থেকে আত্মসমর্পণ করেছেন। তালেবানে যোগদানকারী এসব সৈন্যদের স্বাগত জানায় ইমারতে ইসলামিয়ার দাওয়াহ্ ও দিকনির্দেশনা বিভাগের কর্তৃপক্ষ।