সৌদিতে ঘরে কোরআন অধ্যাপনা অব্যাহত রাখায় নারী ইসলামী স্কলার আটক

0
644
সৌদিতে ঘরে কোরআন অধ্যাপনা অব্যাহত রাখায় নারী ইসলামী স্কলার আটক

সৌদির বিশিষ্ট নারী ইসলাম প্রচারক ও শিক্ষাবিদ আয়েশা আল ‍মুহাজিরিকে আটক করেছে দেশটির সরকার। পবিত্র মক্কা নগরীর নিজ ঘরে কোরআন অধ্যাপনা অব্যাহত রাখার অভিযোগে তাকে আটক করা হয়। সৌদির রাজনৈতিক বন্দীদের নিয়ে কাজ করা প্রিজনারস অব কনসাইন্স এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।

মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকার বিশিষ্ট নারী ইসলামী স্কলার আল মুহাজিরিসহ দুজন নারীকে আটক করেছে। আটক হওয়া একজনের বয়স ৮০ বছর। বন্দীর পরিবার তাঁর সম্পর্কে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রিজনারস অব কনসাইন্স টুইট বার্তায় আরো জানায়, ‘আল মুহাজিরির সন্তান ও অন্য যারা বন্দী সম্পর্কে জানতে চাইবে তাদেরকে আটকের হুমকি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ‘তাঁর সম্পর্কে যারা জানতে চাইবে তাদেরকে আমরা আটক করব।’

এছাড়াও প্রতিবেদনে আল মুহাজিরিসহ নারী বন্দীদেরকে জেদ্দা শহরের দাহবান কারাগারে রাখা হয় বলে জানানো হয়। এ কারাগারে গত কয়েক বছরে আটক হওয়া ড. সালমান আল আওদাহসহ সৌদির বিশিষ্ট ইসলামী স্কলারদেরও রাখা হয়।

সূত্র : মিডল ইস্ট মনিটর।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশপথ নিল দখলদার ইসরায়েলে নিযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধগাজা আগ্রাসনে পরিক্ষা চালানো ইসরায়েলি ড্রোন কিনল কানাডা