চীন কর্তৃক মুসলিম নিধনকে “উইঘুর গণহত্য” বলতে নারাজ তুরস্ক

0
1785
চীন কর্তৃক মুসলিম নিধনকে “উইঘুর গণহত্য” বলতে নারাজ তুরস্ক

তুরস্কের ক্ষমতাসীন দল কমিউনিস্ট চীন সরকার কর্তৃক পূর্ব তুর্কিস্তানের মুসলিম নিধনকে গণহত্যা বলতে অস্বীকৃতি জানিয়েছে।

গত ১৩ মার্চ, তুরস্কের সংসদে ক্ষমতাসীন দলের (এরদোগান) জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট দলের (AKP) দ্বারা পূর্ব তূর্কিস্তানে কম্যুনিস্ট চীন কর্তৃক মুসলিম নিধনকে “উইঘুর গণহত্যা”- আখ্যা দেয়া হবে কিনা মর্মে এক ভোটের আয়োজন করা হয়।

গত সপ্তাহে তুরস্কের সংসদে ডানপন্থী গুড পার্টি (iYi Party) পূর্ব তূর্কিস্তানে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে কম্যুনিস্ট চীনের দমন-পীড়নকে ” উইঘুর গণহত্যা” হিসাবে স্বীকৃতি দেয়। এবং জাতিসংঘে এই গণহত্যা বন্ধ ও বিচার দাবি করা যায় কিনা মর্মে একটি প্রস্তাব পেশ করে। তুরস্কের ন্যাশনালিস্ট মুভমেন্টে পার্টি (MHP) সংসদের এই ব্যাপারে সমর্থন দেওয়া থেকে বিরত থাকে।

IMG-20210314-181250-464

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতুর্কি বাহিনীর উপর হামলার প্রথম ভিডিও প্রকাশ করল আনসার আবু বকর সিদ্দিক
পরবর্তী নিবন্ধঅন্তর্বর্তীকালীন সরকার নয়, বরং শক্তিশালী ও স্বাধীন ইসলামী ব্যবস্থা চায় তালেবান