মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালায়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বৌদ্ধ সন্ন্যাসী সহ মায়ানমার সেনাবাহিনীর উচ্চপদস্থ ১২ সৈন্য নিহত হয়েছে।
মায়ানমার সেনাবাহিনী কর্তৃক পরিচালিত মায়াওয়াদি টিভি স্টেশন জানায়, গত ১০ জুন, বৃহস্পতিবার রাজধানী নাইপেদো থেকে পিন ও লুইন যাওয়ার পথে সামরিক বিমানটি দূর্ঘটনায় পতিত হয়।
মায়ানমার সেনাবাহিনীর মুখপাত্র জ মিন তুন জানায়, খারাপ আবহাওয়ার কারণে প্লেনটি যোগাযোগ হারিয়ে বিধ্বস্ত হয়েছে।
অন্য সংবাদ প্রতিবেদনে জানা যায়, সামরিক বিমানটি তখন ৬ মায়ানমার সৈন্য ও বৌদ্ধ সন্ন্যাসীদের নিয়ে বৌদ্ধ আশ্রমের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল।
তবে সংবাদ মাধ্যম ইরাবতি জানিয়েছে, নিহতদের মধ্যে মায়ানমারের অন্যতম প্রভাবশালী বৌদ্ধ সন্ন্যাসী অভিশেখ মহা রাত্মা গুরু ভাটান্দা কাভিসারা রয়েছেন, যিনি মায়ানমার সেনাবাহিনীর বিশেষ শ্রদ্ধার পাত্র ছিলেন।
তাছাড়াও আরেকজন বৌদ্ধ সন্ন্যাসী নিহতের খবর পাওয়া গেছে।
ইরাবতি আরো জানায়, প্লেন দূর্ঘটনায় নিহতদের মধ্যে মায়ানমার সেনাবাহিনীর উচ্চপদস্থ দুই লেফটেন্যান্ট কমান্ডার ও দুই ক্যাপ্টেন রয়েছে।
Alhamdullah summa alhamdullah
Alhamdulillah