লাগাতার বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দামও। এ যেন শাঁখের করাত। মাঝে আটকা পড়েছে মধ্যবিত্তরা। একদিকে গ্যাস আর একদিকে পেট্রোল, এই দুইয়ের দামের মাঝে পড়ে নাজেহাল অবস্থা আমজনতার। এরই মধ্যে ভোগান্তি বাড়িয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। পনেরো দিনের মাথায় আরও ২৫ টাকা বাড়ল দাম।
আজ, বুধবার থেকে কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিবিহীন রান্নার গ্যাস কিনতে খরচ হবে ৯১১ টাকা। গত ডিসেম্বর থেকে গ্যাসের দাম বাড়ল ২৯০.৫০ টাকা। হোটেল-রেস্তোরাঁয় ব্যবহৃত সিলিন্ডারও (১৯ কেজি) ৭৩.৫০ টাকা বেড়ে হয়েছে ১৭৭০.৫০ টাকা।
এদিকে, পেট্রোল-ডিজেলের দাম সামান্য কমেছে। আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১.৭২ টাকা। প্রতি লিটার ডিজেলের দাম ৯১.৮৪ টাকা।
করোনা পরিস্থিতিতে যখন সাধারণ রোজগেরে মানুষের এমনিতেই বেহাল দশা, তখন লাগাতার ভর্তুকি বাড়িয়ে চলেছে মোদী সরকার। স্বস্তি পাচ্ছেন না গ্রাহকরা। এতে কেন্দ্রের কোনও হেলদোল না থাকলেও গ্রাহকদের মাথায় হাত। যেখানে তেমন রোজগারই নেই, সেখানে গ্যাসের খরচ মেটাবেন কী করে? দুশ্চিন্তায় কপালে ভাঁজ হচ্ছে খেটে খাওয়া মানুষের।