ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে তালিবান সরকারের বিবৃতি

আলী হাসনাত

0
2530
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে তালিবান সরকারের বিবৃতি

রাশিয়া ও ইউক্রেনের প্রতি আফগানিস্তানের তালিবান প্রশাসন আহ্বান জানিয়ে বলেছে যে, যুদ্ধ নয় বরং আলোচনার মাধ্যমে সংকট সমাধান করতে হবে।

আফগানিস্তানের ইসলামি ইমারাত প্রশাসন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে পক্ষগুলোকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতি তালিবান উভয় পক্ষকে আহ্বান করে জানায় যে, “আফগানিস্তানের ইসলামি ইমারত ইউক্রেনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা বেসামরিক নাগরিক হতাহতের উচ্চ সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন।”

বিবৃতিতে ইসলামি ইমারত উভয় পক্ষকে সংযমের আহ্বান জানায়। সহিংসতা বাড়াবে এমন অবস্থান নেওয়া থেকে সব পক্ষকে বিরত থাকতে হবে বলেও পরামর্শ দেয়।

সেই সাথে নিরপেক্ষতা-ভিত্তিক বৈদেশিক নীতির সাথে সামঞ্জস্য রেখে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সংঘাতে জড়িত উভয় পক্ষকে আলোচনা এবং শান্তিপূর্ণ পদ্ধতির মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানায়।

এছাড়াও ইমারতে ইসলামিয়া সংঘাতে জড়িত পক্ষগুলোকে ইউক্রেনে আফগান ছাত্র ও অভিবাসীদের জীবন রক্ষায় মনোযোগ দেওয়ার আহ্বান জানায়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিশেষ প্রতিবেদন || হিন্দুত্ববাদীদের গণহত্যা থেকে বাঁচতে বাড়িঘর ফেলে নিরাপদ আশ্রয়ে ছুটছেন ভারতের মুসলিমরা
পরবর্তী নিবন্ধইউক্রেন থেকে আফগানদের নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করেছে তালিবান সরকার