পবিত্র এই রমজান মাসেও উত্তর সিরিয়ার ইদলিব সিটিতে হামলা চালাচ্ছে রুশ-ইরান সমর্থিত আসাদ সরকারের কুখ্যাত নুসাইরি বাহিনী। এতে প্রতিদনই প্রাণ হারাচ্ছেন অনেক নিরপরাধ মুসলিম। এসব হামলার মাধ্যমে সিরিয়ায় এখনো বেসামরিক গণহত্যা অব্যাহত রেখেছে আসাদ সরকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল সকালে ইদলিবের একটি গ্রামাঞ্চলে হামলা চালিয়েছে আসাদ সরকারের কুখ্যাত নুসাইরি আর্টিলারি বাহিনী। জানা যায় যে, স্কুলে যাওয়া পথে শিশুদের লক্ষ্য করে গুলি ও বোমা হামলা চালায় নুসাইরি শিয়ারা। ফলে বর্বরোচিত এই হামলায় স্কুলগামী ৪ শিশু প্রাণ হারায়। হামলটি ইদলিবের মারাত নাসান বসতির কাছে চালানো হয়েছিল বলে জানা গেছে।
সম্প্রতি, রাশিয়ান এবং ইরান-সমর্থিত নুসাইরি শিয়া শাসকের বাহিনী ইদলিবে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে তাদের বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। শিয়াদের এসব হামলায় অসংখ্য বেসামরিক নাগরিক, যাদের বেশিরভাগই নারী ও শিশু, প্রাণ হারাচ্ছেন।
নীরব বিশ্ব বিবেককে তাই জাগিয়ে তুলতে, মুসলিম উম্মাহকে সিরিয়ার মুসলিমদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হক্কপন্থী উলামায়ে কেরাম। তারা এও বলেছেন, উম্মাহ যেন তাদেরকে ভুলে না যায়।