নাইজারে সামরিক ঘাঁটিতে আল-কায়েদার হামলা: ঘাঁটি ও এলাকা বিজয়

আলী হাসনাত

0
628
মুজাহিদদের ভারি যুদ্ধযানে আরোহণ করে হামলার দৃশ্য

পশ্চিম আফ্রিকার দেশগুলোতে সামরিক বাহিনীর বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ যোদ্ধার, যার ফলে এখানকার যুদ্ধ-পরিস্থিতি দিন দিন তীব্রতর হচ্ছে।

সম্প্রতি নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও নতুন করে অভিযান চালিয়েছেন জেএনআইএমের প্রতিরোধ যোদ্ধারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ নাইজারের তোরোদি অঞ্চলের মাকালন্দি বসতির কাছে নাইজার সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটিতে রেইড দেন মুজাহিদগণ।

স্থানীয় সূত্রটির বিবরণে বলা হয়েছে যে, আল-কায়েদা পশ্চিম আফ্রিকান শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) যোদ্ধারা উক্ত অভিযানটি চালিয়েছেন। তাঁরা শত্রুঘাঁটি ঘিরে তীব্র হামলা চালানো শুরু করলে নাইজার সৈন্যরা কিছুক্ষণের মধ্যেই এলাকা ও ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়। এরপর আল-কায়েদা যোদ্ধারা ঘাঁটিতে প্রবেশ করেন এবং এলাকাটির নিয়ন্ত্রণ নেন।

পরে জেএনআইএম অভিযানের দায় স্বীকার করে একটি বিবৃতি জারি করে। এতে জানানো হয় যে, ঘাঁটি থেকে মুজাহিদিন ৪৭টি মাঝারি ক্যালিবারের অস্ত্র ও ৩টি ভারি অস্ত্র এবং ২৬টি পিস্তল সহ প্রচুর পরিমাণে গোলাবারুদ জব্দ করেছেন। তবে এই হামলায় কত নাইজার সৈন্য নিহত বা আহত হয়েছে তা বলা হয় নি।

জেএনআইএম মুজাহিদিন কর্তৃক যুদ্ধলব্ধ গণিমত হিসেবে প্রাপ্ত ভারি ও হালকা অস্ত্র এবং গোলাবারুদ
জেএনআইএম মুজাহিদিন কর্তৃক যুদ্ধলব্ধ গণিমত হিসেবে প্রাপ্ত ভারি ও হালকা অস্ত্র এবং গোলাবারুদ
জেএনআইএম মুজাহিদিন কর্তৃক যুদ্ধলব্ধ গণিমত হিসেবে প্রাপ্ত ভারি অস্ত্রসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধস্পেশাল ফোর্সের ঘাঁটিতে শাবাবের দুঃসাহসী হামলা: নিহত ৮৯ শত্রুসেনা, গণিমত ২০টি যুদ্ধযান
পরবর্তী নিবন্ধমুসলিম যুবকের উপর হামলার দাম্ভিক স্বীকারোক্তি হিন্দু নেত্রীর