শাবাবের জোরালো আঘাতে মার্কিন ও কেনিয়ান সেনা-কর্মকর্তা হতাহত

- আবু সাঈদ

1
870
আশ-শাবাব প্রতিরোধ যোদ্ধারা - ফাইল ছবি।

কেনিয়া ও সোমালিয়ার কৃত্রিম সীমান্তের কাছে মার্কিন ও কেনিয়ান সেনাদের যৌথ একটি সামরিক ঘাঁটিতে আক্রমণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন মার্কিন এবং কেনিয়ান সেনা ও কর্মকর্তা হতাহত হয়েছে বলে জানা গেছে।

শাহাদাহ এজেন্সি সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া সূত্র হতে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর সোমালি সীমান্তের নিকটবর্তী কলবিওউ শহরে মার্কিন-কেনিয়ান যৌথ সামরিক ঘাঁটিতে একটি তীব্র অভিযান পরিচালনা করেছেন হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। অভিযানের ফলে কমপক্ষে ৪ জন অ্যামেরিকান সেনা সদস্য হতাহত হয়েছে; এদের মধ্যে সেনা অফিসারও রয়েছে। অপরদিকে কেনিয়ান বাহিনীর অন্তত ২ জন অফিসার সহ মোট ৯ সেনা সদস্য হতাহত হয়েছে বলে সূত্র জানিয়েছে।

শাবাব যোদ্ধাদের উক্ত অভিযানে সামরিক ঘাঁটিটিও উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাছাড়া শাবাবের অভিযানের পর মার্কিন সেনারা ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়।

অভিযান শেষে উক্ত সামরিক ঘাঁটিতে কয়েকটি হেলিকপ্টার ল্যান্ড করতে দেখা গেছে। এগুলোতে করেই মার্কিন অবশিষ্ট সেনারা তাদের হতাহত সদস্যদের নিয়ে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহত কেনিয়ান সেনাদের পরিবহনে বিশেষ কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য এখনো জানা যায়নি।

উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে অ্যামেরিকা সোমালিয়া থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু বাইডেন আসার পর ২০২২ সালে সোমালি সেনাদের ‘মনোবল ফিরিয়ে আনতে’ অ্যামেরিকা আবারো কিছু সেনা ও কর্মকর্তাকে সোমালিয়ায় পাঠায়। তবে কেনিয়াতে মার্কিন মিলিটারি বেইসগুলো আগের মতোই রয়ে যায়। এখন সেগুলোকেও নিজেদের টার্গেটে পরিণত করছে আশ-শাবাব।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || বাকুল যুদ্ধে শাবাবের কর্তৃক ইথিওপিয়ান সেনা কনভয় জব্দের দৃশ্য
পরবর্তী নিবন্ধ“ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার খুব কাছাকাছি সৌদি আরব”