অন্তরাষ্ট্রীয় হিন্দু পরিষদের (এএইচপি) প্রধান প্রবীণ তোগাড়িয়া মথুরা, অযোধ্যা এবং বারাণসীর ঐতিহাসিক মসজিদগুলোকে মন্দিরে রুপান্তর করার আহ্বান জানিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে৷ মুসলিম বিরোধী বক্তৃতার জন্য কুখ্যাত এই হিন্দুত্ববাদী নেতা গত ২৪ নভেম্বর শুক্রবার এই আহ্বান জানিয়েছে।
অযোধ্যায় সম্প্রতি নির্মিত রাম মন্দিরের দিকে ইঙ্গিত করে সে বলেছে, “রামের আশীর্বাদে অযোধ্যায় মন্দির উঁচু হয়ে দাঁড়িয়েছে। এখন মথুরা এবং কাশীর সময় এসেছে।”
তোগাড়িয়া শ্লোগান দিয়ে বলেছে, “অযোধ্যা মথুরা বিশ্বনাথ, তিনো লেঙ্গে এক সাথ।” (তিনটিই একসাথে নিব)।
এর আগে গত ২২ নভেম্বর হরিয়ানার সোনিপতে তোগাড়িয়া দাবি করেছিল যে, মুসলিমরা নাকি পার্ক দখল করছে এবং হিন্দু ব্যবসায়িদের জন্য হুমকি তৈরি করছে। মুসলিম বিদ্বেষ ছড়াতে ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যা হুমকি হিসেবে প্রচার করছে সে।
ভারতের সুপ্রিম কোর্ট ২০১৯ সালে একটি অন্যায় ও পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্তে বাবরি মসজিদের জমি হিন্দুদের দিয়ে দেয়, আর মুসলমানদের জন্য একটি পৃথক প্লট বরাদ্দ করে। রাম মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের দিকে হলেও, মসজিদের কাজ এখনও শুরু হয়নি।