ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৩ ডিসেম্বর, ২০২৩

- সাইফুল ইসলাম

0
286

• লোহিত সাগরে দুটি ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথিরা। যুক্তরাষ্ট্র বলেছে, তারা ঐ হামলা পরিচালনাকারী দুটি ড্রোন ধ্বংস করে দিয়েছে।

• গাজা ও দখলীকৃত পশ্চিম তীরে যদি ইসরায়েলি বাহিনী যুদ্ধাপরাধ অব্যাহত রাখে, তবে যুদ্ধ ছড়িয়ে পড়ার হুমকি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

• কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আব্দুল রহমান বিন জসিম আল ছানি গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়ে নিরপেক্ষভাবে দ্রুত আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন।

• হামাসকে লেবানন, তুর্কি ও কাতারসহ সর্বত্র শিকার করার প্রতিজ্ঞা করেছে ইসরায়েলের দেশীয় গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান রনেন বার।

• ৭ই অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬১ জন সাংবাদিক ও মিডিয়া কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে সাংবাদিকদের সুরক্ষা কমিটি। নিহতদের মধ্যে ৫৪ জন ফিলিস্তিনি, ৪ ইসরায়েলি এবং ৩ জন লেবানিজ সাংবাদিক।

• প্রায় ১৮ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। গাজার উত্তর কিংবা দক্ষিণ, কোথাও নিরাপদ আশ্রয়ের স্থান নেই তাদের জন্য। সন্ত্রাসী ইসরায়েল সব জায়গাতেই হামলা করছে।

• পশ্চিম তীরে অন্তত ৬০ জনকে বন্দী করেছে সন্ত্রাসী ইসরায়েল।

• দখলদার ইসরায়েল এতদিন ফিলিস্তিনিদের বলছিল দক্ষিণ গাজায় থাকতে, উত্তর গাজায় না আসতে কারণ, উত্তর গাজা যুদ্ধাঞ্চল। এখন সন্ত্রাসী ইসরায়েল দক্ষিণ গাজাতেও স্থল অভিযান সম্প্রসারিত করেছে। কেবল একদিনেই ৭০০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল।

• গাজায় এখন পর্যন্ত অন্তত ১৫,৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২ ডিসেম্বর, ২০২৩
পরবর্তী নিবন্ধইসরায়েলকে ভয়ংকর বিধ্বংসী ‘বাঙ্কার বাস্টার’ বোমা দিয়েছে আমেরিকা