বিদেশি দখলদার বাহিনীর ফেলে যাওয়া ও যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৪৪টি সামরিক যান ও ৪টি ক্রেন মেরামত করেছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যরা। সামরিক যানগুলো এখন ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, আবু দুজানা তৃতীয় ব্রিগেডের পেশাদার প্রকৌশলী এবং প্রযুক্তিবিদরা এই সামরিক যানগুলি সফলভাবে মেরামত করেছেন। সদ্য ঠিক করা এই সামরিক যানগুলো এখন কান্দাহারের ২০৫ আল বদর আর্মি কর্পসে যুক্ত করা হবে।
উল্লেখ্য যে, ২০২১ সালের ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রসহ সব বিদেশি দখলদার বাহিনী ইমারতে ইসলামিয়ার মুজাহিদদের প্রতিরোধের মুখে পরে দেশটি থেকে পালিয়ে যায়। ওই সময় তারা অসংখ্য অত্যাধুনিক ও ব্যয়বহুল যুদ্ধাস্ত্র ও সাঁজোয়া যান ফেলে যায়। তবে যাওয়ার আগে এসব অস্ত্রের বেশিরভাগই ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করে রেখে যাওয়ার চেষ্টা করে তারা।
ইমারতে ইসলামিয়া সরকার ক্ষমতা পুনরুদ্ধারের পর থেকে এসব ক্ষতিগ্রস্ত অস্ত্র ও যান মেরামত করা শুরু করে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ইতোমধ্যে হাজার হাজার সামরিক যান মেরামত করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন, যার মধ্যে রয়েছে হেলিকপ্টার, রেঞ্জার্স ট্রাক, হাম্ভি ও ট্যাংকসহ বিভিন্ন ধরনের ভারী ও হালকা সামরিক যান।
এসকল সামরিক যান এখন দেশটির জাতীয় নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।