মধ্যরাতে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলায় ৬৭ নিহত জন

0
118
ফাইল ছবি

সোমবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় ৬৭ জন নিহত হয়েছে, উদ্ধার অভিযান চলমান থাকায় এ সংখ্যা আরো বাড়তে পারে।

রাফাহ শহরের ফিলিস্তিনিরা বলেছেন ইসরায়েলি যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও জাহাজ এক ঘণ্টারও বেশি সময় ধরে তিনটি মসজিদ এবং বেশ কয়েকটি বাড়িকে লক্ষ করে আঘাত হেনেছে, যার ফলে ঘুমন্ত মানুষদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ হামলায় ১৪টি আবাসিক ভবন ও ৩টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাপ্ত একটি ছবিতে ধ্বংসস্তূপের একটি বিস্তীর্ণ এলাকা দেখানো হয়েছে।

এই হামলায় ৬৭ জন নিহত হয়েছেন যার মধ্যে অধিকাংশই নারী এবং শিশু । সবচেয়ে ছোট শিশুটির বয়স মাত্র তিন মাস।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় চলমান অভিযান রাফা পর্যন্ত বিস্তৃত করার ঘোষণা দিয়েছে। গাজার অর্ধেকের বেশি অর্থাৎ প্রায় ১৪ লাখ মানুষ রাফায় আশ্রয় নিয়েছে। জনাকীর্ণ রাফায় তাদের ঠাঁই হয়েছে তাঁবুর ভেতর বা বাইরে। সেখানে দিন দিন খাবার, পানি ও চিকিৎসা উপকরণের সংকট প্রকট আকার ধারণ করছে।

গাজার দক্ষিণের অঞ্চল রাফাকে আগে ‘নিরাপদ অঞ্চল’ বলে আখ্যা দিয়েছিল ইসরায়েল। এবার সেখানেই স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছে সন্ত্রাসী নেতানিয়াহু। এই ঘোষণার ঘণ্টাখানেক পরেই রাফায় বিমান হামলা চালানো হয়েছে। এবার মাত্র ১৫১ বর্গকিলোমিটার এলাকার এই অঞ্চলে হামলার পরিকল্পনা করেছে ইসরায়েল।

সর্বশেষ তথ্য অনুসারে, গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ হাজারেরও বেশি। এছাড়া এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৬৭ হাজার ৪৫৯ জন ফিলিস্তিনি।


তথ্যসূত্রঃ
1. israel-strikes-rafah-refugee-camp-22-killed
http://tinyurl.com/4zsr6d3b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
পরবর্তী নিবন্ধগণহত্যার ১৩০তম দিন: গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি বেসামরিক মানুষ নিহত