১৯ ফেব্রুয়ারি, সোমবার প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিসের এক প্রতিবেদনে ইসরায়েলি বাহিনীর দ্বারা ফিলিস্তিনি নারী ও মেয়েদের বিচারবহির্ভূত হত্যা, নির্বিচারে আটক, অবমাননাকর আচরণ, ধর্ষণ এবং যৌন সহিংসতার অভিযোগ প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে ইসরায়েলি সেনাদের দ্বারা তোলা এবং অনলাইনে আপলোড করা মহিলা বন্দিদের কিছু ছবিও প্রকাশ করা হয়েছে।
জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন যে তারা ফিলিস্তিনি নারী ও মেয়েদের বিরুদ্ধে “একাধিক ধরনের যৌন নিপীড়নের” তথ্য পেয়েছেন। এর মধ্যে,অন্তত দুইজন মহিলা ফিলিস্তিনি বন্দীকে ধর্ষণ করা হয়েছে এবং অন্যদেরকে ধর্ষণ ও যৌন সহিংসতার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। পুরুষ ইসরায়েলি সেনা কর্মকর্তাদের দ্বারা মহিলা বন্দীদের নগ্ন করে তল্লাশি করা হয়েছে।
আরও বলা হয়েছে, অনেক ফিলিস্তিনি নারী ও মেয়েরা অমানবিক ও অবমাননাকর আচরণের শিকার হয়েছে। তাদের কাছে খাবার ও ওষুধ সরবরাহ বন্ধ করা হয়েছে এবং মারাত্মকভাবে মারধর করা হয়েছে।
প্রতিবেদনে গাজায় আটক ফিলিস্তিনি নারীদের খাবার ছাড়াই বৃষ্টি ও ঠান্ডার মধ্যে খাঁচায় করে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
তথ্যসূত্র:
1. UN experts warn of Israeli violations against Palestinian women, girls
– http://tinyurl.com/mr44phht