গত শুক্রবার ভারতের রাজধানী দিল্লীতে একটি মসজিদের ভিতরে জায়গা সংকুলান না হওয়ায় মসজিদের বাইরে সলাতে দাঁড়িয়েছিলেন কিছু মুসল্লি। বাহিরে জুম্মার সালাত আদায়রত মুসল্লিদের উপর হামলা চালিয়েছে হিন্দুত্ববাদী ভারতীয় পুলিশ। দিল্লিস্থ মাক্কি মসজিদ সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।
মুসল্লিদেরকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। উক্ত ভিডিওতে দেখা যায়, দিল্লির ইন্দ্রলোক সড়কে অবস্থিত মাক্কি মসজিদের বাহিরে এক উগ্র হিন্দুত্ববাদী পুলিশ সিজদা ও রুকুরত মুসল্লিদেরকে লাথি ও ধাক্কা মেরে সালাতের কাতার থেকে সরিয়ে দিচ্ছে।
হিন্দুত্ববাদী পুলিশের এরূপ কর্মকান্ডে পরবর্তীতে সেখানে অবস্থানরত মুসলিমরা ক্ষিপ্ত হন। তারা ঐ পুলিশের সাথে বাক্বিতণ্ডায় লিপ্ত হন। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেও দেখা যায়।
ঘটনার পর মুসলিমরা সেখানে আন্দোলন করেন। দিল্লী পুলিশ তাদের আশ্বস্ত করে যে, উক্ত পুলিশটির ব্যাপারে তারা কঠোর ব্যবস্থা নিবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সেই অভিযুক্তকে সাসপেন্ড করেছে দিল্লী পুলিশ।
তথ্যসূত্র:
1. In NorthDelhi’s Inderlok, a troubling incident unfolded
– https://tinyurl.com/5fv4w3sw
2. The DelhiPolice suspended a sub-inspector
– https://tinyurl.com/2bse4d4u
3. Delhi Police suspends cop for assaulting Muslims offering Namaz
– https://tinyurl.com/b4x4c4n6