অধিকৃত পশ্চিম তীরে নতুন আরও ৩,৫০০ বসতি স্থাপনের ঘোষণায়  ইমারতে ইসলামিয়া নিন্দা

0
330

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের নতুন করে আরও ৩,৫০০ টি বসতি স্থাপনের পরিকল্পনায় নিন্দা প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। গত ৮ মার্চ শুক্রবার আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়।

ইসরায়েলের এই পদক্ষেপকে চরম নিন্দনীয় আখ্যায়িত করে বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের পবিত্র ভূমি অবৈধভাবে দখল করার ধারাবাহিক পরিকল্পনায় এটি আরও একটি সুস্পষ্ট সীমালঙ্ঘন। তাই এই জবরদখল প্রতিরোধ করতে এগিয়ে আসার জন্য ইমারতে ইসলামিয়া প্রশাসন সংশ্লিষ্ট সকলের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে।

ফিলিস্তিনের ভূখণ্ড একমাত্র ফিলিস্তিনি জনগণের অধিকারভুক্ত বৈধ ভূমি – এই স্বীকৃতি প্রদানপূর্বক বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় ইহুদি উপনিবেশকারী কর্তৃক চলমান গণহত্যা ও নিষ্ঠুর আচরণের ফলস্বরূপ অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে এবং আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে।

ফিলিস্তিনের মানবিক বিপর্যয় রোধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে ইসলামি দেশসহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি ইমারত সরকার। সকলে আপন দায়িত্ব পালনের মাধ্যমে নির্যাতিত ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ালে নির্বিচারে গণহত্যা এবং অবৈধ ভূমি দখল প্রতিরোধ করা সম্ভব হত।

টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, নতুন ইহুদি স্থাপনাগুলো জেরুজালেমের নিকটে অবস্থিত বসতিতে নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইসরায়েলের বসতি স্থাপনের সাথে সংশ্লিষ্ট একটি পরিকল্পনাকারী সংস্থা জেরুজালেমের নিকটে অবস্থিত পশ্চিম তীরে ৩৫০০টি নতুন বসতি স্থাপনার প্রস্তাবনাটি অনুমোদন করেছে।

উল্লেখ্য যে, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সূত্র ধরে ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্রের পশ্চিম তীর দখল করে নেয়। তখন থেকেই ফিলিস্তিনি জনগণ দখলকৃত অঞ্চলে নিজেদের রাষ্ট্রীয় মর্যাদা ফিরে পেতে দাবি জানিয়ে আসছে।


তথ্যসূত্র:
1. IEA condemns Israel’s plan to build 3,500 new settlement homes in West Bank
https://tinyurl.com/5n6rkpr6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ আপডেট – ১০ মার্চ, ২০২৪
পরবর্তী নিবন্ধশাহ ওয়া আরুস বাঁধ নির্মাণ মেগাপ্রকল্পের চূড়ান্ত পর্যায়ের কাজ উদ্বোধন