• উত্তর গাজার বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে ২ শিশু মারা গেছে। এনিয়ে অপুষ্টিতে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৭।
• জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ লাজ্জারিনি জানিয়েছে, চিকিৎসার প্রয়োজনীয় কাঁচি থাকার কারণে, মানবিক সহায়তাবাহী একটি ট্রাককে গাজায় প্রবেশ করতে না দিয়ে ফিরিয়ে দিয়েছে ইসরায়েল।
• ইসরায়েলের সীমান্ত থেকে ১০০ কি.মি. দুরের লেবানিজ শহর বালবেকে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে লেবানিজ সংবাদমাধ্যমগুলো।
• জর্ডান সতর্ক করেছে যে, রমাদান উপলক্ষে আল-আকসা মসজিদে আসা নামাজিদেরকে প্রবেশে বাধা দেওয়ার মাধ্যমে ইসরায়েল পরিস্থিতিকে বিস্ফোরণোন্মুখ করে তুলছে।
• জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ৭ অক্টোবরে সংঘটিত যৌন সহিংসতার বিষয়ে আলোচনার জন্য জরুরী সভা আয়োজন করেছে। এর আগে বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘ।
• গাজার বিভিন্ন প্রান্ত থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে।