সোমালিয়ার রাজধানী মোগাদিশু জুড়ে সামরিক অভিযান জোরদার করেছেন আশ-শাবাব মুজাহিদিন। ফলে গত বৃহস্পতিবার একদিনে রাজধানীতে শাবাবের হামলায় অন্তত ২৮ সৈন্য নিহত এবং ২১ এরও বেশি সৈন্য আহত হয়েছে।
শাহাদাহ এজেন্সির তথ্য সূত্রে জানা গেছে, হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন গত ২১ মার্চ বৃহস্পতিবার, সোমালিয়ার রাজধানী মোগাদিশুর বিভিন্ন শহরে অন্তত ৪টি সফল অভিযান পরিচালনা করছেন।
এরমধ্যে প্রথম অতর্কিত অভিযানটি চালানে হয় রাজধানীর জাম্বুলুল এলাকায়। মুজাহিদগণ মোগাদিশু বাহিনীর একটি সেনা দলকে টার্গেট করে এই অভিযানটি পরিচালনা করেন। এতে মোগাদিশু সরকারি বাহিনীর ১০ সেনা সদস্য নিহত এবং অন্য ৬ সৈন্য আহত হয়। অভিযান শেষে মুজাহিদগণ ঘটনাস্থল থেকে একটি পিকা মেশিনগান সহ অন্যান্য অনেক সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেন।
এদিন মোগাদিশু বাহিনী ও শাবাব যোদ্ধদের মাঝে দ্বিতীয় লড়াইয়ের ঘটনা ঘটে রাজধানীর বালাদ শহরের উপকণ্ঠে। এসময় শাবাবের হামলায় ১৫ সেনা সদস্য নিহত এবং আরও ৯ সেনা সদস্য আহত হয়।
সূত্রমতে, এই অঞ্চলে শাবাব নিয়ন্ত্রিত বসরা এলাকায় মোগাদিশু বাহিনী আগ্রসন চালানোর চেষ্টা করলে তা সফলভাবে প্রতিহত করেস মুজাহিদগণ। আর তাতেই মোগাদিশু বাহিনীতে হতাহতের এই ঘটনা ঘটে। আর অভিযান শেষে মুজাহিদগণ মোগাদিশু বাহিনী থেকে জব্দ করেন একটি পিকা মেশিনগান সহ কয়েকটি ক্লাশিনকোভ সহ অন্যান অনেক সামরিক সরঞ্জাম।
মুজাহিদগণ এদিন তাদের তৃতীয় সফল অভিযানটি পরিচালনা করেন মোগাদিশুতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরের কাছে একটি সামরিক পুলিশ চেকপয়েন্ট লক্ষ্য করে। এতে সামরিক বাহিনীর অন্তত ৫ সদস্য আহত হয়।
এমনিভাবে শাবাব মুজাহিদগণ তাদের চতুর্থ সফল অভিযানটি চালান রাজধানীর মারিরি এলাকায়। অভিযানটি মোগাদিশু সরকারি বাহিনীর একটি সামরিক ব্যারাক লক্ষ্যবস্তু করে পরপর কয়েকটি বোমা বিস্ফোরণের মাধ্যমে চালানো হয়। এতে মোগাদিশু সরকারি বাহিনীর ৩ সেনা সদস্য নিহত হয় এবং এক সেনা সদস্য আহত হয়।