১৭ এপ্রিল, বুধবার শহীদদের মরদেহ উদ্ধারে নিয়োজিত জাতীয় অভিযান সংস্থা ওয়াফাকে জানিয়েছে, ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ ২৬জন নিহত ফিলিস্তিনিদের মৃতদেহ আটকে রেখেছে যারা ইসরায়েলি কারাগারের ভিতরে মারা গিয়েছিল, যাদের মধ্যে সর্বশেষ বন্দী ওয়ালিদ দাক্কা।
ফিলিস্তিনি বন্দী দিবস উপলক্ষে, জাতীয় অভিযান সংস্থা বলেছে যে দখলদার কর্তৃপক্ষ প্রায় ৪৯৭ ফিলিস্তিনিদের মৃতদেহ কবরস্থান এবং রেফ্রিজারেটরের ভিতরে আটকে রেখেছে। যার মধ্যে ৯৫ জন ৭ অক্টোবরের পরে নিহত হয়েছে। ৯৫ টি লাশের মধ্যে ৫১জন শিশু এবং ছয়জন মহিলার লাশ রয়েছে।
বিষয়টি বর্বরতার সকল সীমা অতিক্রম করলেও এবং এটি নিয়ে চতুর্দিকে সমালোচনার ঝড় উঠলেও, দখলদার ইসরায়েল এতে কোন কর্ণপাত করছে না।
তথ্যসূত্র:
1. Bodies of 26 slain Palestinian prisoners withheld by Israeli authorities, says official
– https://tinyurl.com/2vt2t2u8