• জায়োনিস্ট বেনজামিন নেতানিয়াহু বলেছে, হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি হোক বা না-হোক, রাফায় ইসরায়েলি বাহিনী প্রবেশ করবে!
• রাফার শাবুরা এলাকায় একটি বাড়িতে হামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরায়েল। এতে অন্তত দুই শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও কয়েকজন।
• ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বর্বর অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের পুলিশ। অনেককে গ্রেফতার করা হয়েছে। তবুও আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।
• কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর পুলিশের বর্বর অভিযানের প্রশংসা করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
• দক্ষিণ লেবাননের খিয়াম শহরে জায়োনিস্ট ইসরায়েল ৩টি হামলা চালিয়েছে।
• হামাস স্থায়ী যুদ্ধবিরতি চাচ্ছে। কিন্তু ইসরায়েল ৪০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এখনও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।
• পশ্চিম ইয়েমেনের হুদেইদাহ এর রাস ইসসা এলাকায় বিমান হামলা চালিয়েছে আমেরিকান-ব্রিটিশ জোট বাহিনী।
• গাজায় জায়োনিস্ট ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৪,৫৩৫ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৭৭,৭০৪ জন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু।
• দক্ষিণ লেবানন থেকে মেতুল্লায় দখলদার বসতিতে অন্তত ৮টি ট্যাংক-বিধ্বংসী মিসাইল হামলা চালানো হয়েছে। এতে দখলদারদের বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর সাপ্লাই লাইনের সাথে কমান্ড ও কন্ট্রোল সেন্টারে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• তুর্কি শহীদ হাসান সাকলানান আল-কুদুসে দুই জায়োনিস্ট পুলিশ অফিসারকে ছুরিকাঘাতে আহত করেছেন। জায়োনিস্ট বাহিনী তাঁকে গুলি করে শহীদ (ইনশাআল্লাহ) করে দিয়েছে। একদিন আগে তিনি জর্ডান সীমান্ত পেরিয়ে ফিলিস্তিনে এসে পৌঁছান। তিনি একজন ইমাম, তার ৪ জন সন্তান রয়েছে।
• জেনিনের বারতাআ এলাকার কাছে জায়োনিস্ট সৈন্যের উপর দিয়ে গাড়ি চালিয়েছেন একজন মুক্তিকামী ড্রাইভার। তিনি গাড়ি নিয়ে নিরাপদেই ঘটনাস্থল ত্যাগ করতে পেরেছেন।
• নাবলুসের আসকারে জায়োনিস্ট বাহিনীর উপর তীব্র গুলিবর্ষণ করেছেন আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা।
• নিজানেই ওজে সামরিক চেকপয়েন্টে জায়োনিস্ট বাহিনীর উপর তীব্র গুলিবর্ষণ করেছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।