ছাত্রলীগের বিরুদ্ধে রাবি শিক্ষার্থীকে ‘শিবির’ আখ্যা দিয়ে পেটানোর অভিযোগ

0
98

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে ছাত্রলীগের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের রহস্যজনক নিষ্ক্রিয়তায় ছাত্রলীগ হলগুলো নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে।

এবার ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী সবুজ বিশ্বাসকে ‘ছাত্রশিবির’ আখ্যা দিয়ে পিটিয়ে হল থেকে বের করে দিয়েছে। হল শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঐ শিক্ষার্থীকে মারধরের পর হত্যার হুমকি দিয়ে বের করে দিয়েছে বলে অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী সবুজ বিশ্বাস গত বৃহস্পতিবার রাতে হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী সবুজ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এক বড় ভাইয়ের মাধ্যমে তিনি হলে উঠেন। নিরাপত্তার অভাবে তিনি ইতোমধ্যে ক্যাম্পাস ছেড়ে বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন।

সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। হল প্রশাসন দু’পক্ষের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

অভিযুক্তরা হলো হল শাখা ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান আতিক ও তার সহযোগী ৮-১০ ছাত্রলীগ কর্মী। তারা সকলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুসারী।


তথ্যসূত্র:
১. রাবিতে শিক্ষার্থীকে ‘শিবির’ বলে পেটানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
https://tinyurl.com/495zvjwa

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ায় আরও ১২০জন প্রকৌশল শিক্ষার্থীর স্নাতক কোর্স সম্পন্ন
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি বোমা হামলায় ১৫ ফিলিস্তিনি নিহত