আফগানিস্তানে তুরগন্দী-হেরাত রেলওয়ে প্রকল্পের জরিপ ও নকশা কাজের চুক্তি স্বাক্ষর

0
163

হেরাত প্রদেশের তুরগন্দী, আফগান-তুর্কমেনিস্তান সীমান্তের নিকটে অবস্থিত একটি শহর। এই সীমান্ত দিয়ে উভয় দেশের মধ্যে পূর্ব থেকেই রেল যোগাযোগ চালু রয়েছে। বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত পণ্যের ডজন ডজন মালবাহী গাড়ি প্রতিদিন আস-যাওয়া করে তুরগন্দী স্টেশনে।

তুরগন্দী বন্দর থেকে আফগানিস্তানের অভ্যন্তরীণ রেল যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে ইমারতে ইসলামিয়া সরকার। সম্প্রতি একটি দেশীয় সংস্থার (আফগান-জার্মান বাখতার কোম্পানি) সাথে তুরগন্দী-হেরাত রেলপথের একটি জরিপ ও নকশা চুক্তি স্বাক্ষর করেছে ইমারতে ইসলামিয়ার রেলওয়ে কর্তৃপক্ষ। রেলপথটি তুরগন্দী বন্দর থেকে হেরাত শহরে অবস্থিত রাবাত পারিয়ান পর্যন্ত বিস্তৃত হবে। রেলপথটি নির্মাণ সম্পন্ন হলে পরবর্তীতে এটি আরও প্রসারিত করার পরিকল্পনার কথা জানিয়েছে আফগান রেল কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী ফারাহ, হেলমন্দ, কান্দাহার, স্পিন বোল্ডাক ও পাক-আফগান সীমান্তবর্তী চামান শহর পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করবে ইমারতে ইসলামিয়া সরকার।

তুরগন্দী থেকে হেরাত শহর ও অন্যান্য প্রদেশের তুলনামূলক অবস্থান সংক্রান্ত ম্যাপ।

সংশ্লিষ্ট চুক্তি মোতাবেক জরিপ ও নকশা প্রণয়ন পর্বের প্রাথমিক কাজ শুরু করতে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাশিয়ার একটি টিম শীঘ্রই দেশে আসবে। আগামী তিন মাসের মধ্যেই কাজটি সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই পর্বটি সম্পন্ন হলেই রেললাইন নির্মাণের মূল কাজ শুরু করা হবে বলে আশ্বস্ত করেছে ইমারতে ইসলামিয়ার রেলওয়ে কর্তৃপক্ষ।

উল্লেখ্য যে, তুরগন্দী-হেরাত রেলওয়ে আফগানিস্তানের অন্যতম প্রধান রেলপথ হিসেবে স্বীকৃত, যা দেশটির সাথে মধ্য এশিয়া, রাশিয়া ও চীনের যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করবে। তাই রেলপথটি বাস্তবায়নের মাধ্যমে হেরাত প্রদেশের অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন হেরাতের স্থানীয় কর্মকর্তাবৃন্দ। প্রদেশটির গভর্নর নূর আহমাদ ইসলামজার হাফিযাহুল্লাহ বলেন, এটির মাধ্যমে হেরাত শহর উত্তর-এশিয়া থেকে দক্ষিণ-এশিয়ায় পণ্য পরিবহন পথের সংযোগস্থলে পরিণত হবে। যা আফগানবাসী, বিশেষ করে হেরাতের অধিবাসীদের জন্য আল্লাহ সুবাহানাহু তায়ালার তরফ থেকে একটি নেয়ামতস্বরূপ।


তথ্যসূত্র:
1. Agreement Signed for Torghundi-Herat Railway Design
https://tinyurl.com/mrmfhfzh
2. Survey and Design Agreement for Torghundi-Rabat Railway Line Inked
https://tinyurl.com/428pbr24

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে ফের হামলা, নারীসহ নিহত অন্তত ২১
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৮ মে, ২০২৪