সর্বোচ্চ আদালতের আদেশ সত্ত্বেও ভারতে কামাল মসজিদ কমপ্লেক্সে খননের অভিযোগ

0
100

কামাল মাওলানা ইন্তেজামিয়া কমিটির সদস্যরা ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের (এএসআই) বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদেশ সত্ত্বেও, মধ্যপ্রদেশের ধার জেলার মাওলানা কামাল মসজিদ-ভোজশালা কমপ্লেক্সে খনন পরিচালনা করার অভিযোগ করেছেন।

২৪ মে, শুক্রবার, স্থানীয় মুসলিমরা শীর্ষ আদালতের আদেশ অমান্য করায় এএসআই-এর বিরুদ্ধে হাতে কালো ব্যান্ড বেঁধে একটি নীরব প্রতিবাদ করেছেন। এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট মসজিদ কমপ্লেক্সের “বৈজ্ঞানিক সমীক্ষা” স্থগিত করতে আদেশ দেয় এবং এটি স্পষ্ট করে যে, এমন কোনও ধরনের খনন করা উচিত নয় যা মসজিদ প্রাঙ্গনের জন্য ক্ষতিকর।

ধার জেলার কাজী ওয়াকার সাদিক মকতুব মিডিয়াকে বলেন, “সুপ্রিম কোর্টের আদেশ অবমাননা করে মসজিদের বাম পাশে গভীর গর্ত খনন করা হয়েছে। আমরা একাধিকবার স্মারকলিপি জমা দিয়ে এর বিরুদ্ধে অভিযোগ করেছি, কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত ৬৪ দিন ধরে জরিপ চলছে।”

সাদিক জানান, গ্রীষ্মকালীন ছুটি শেষে বিচারিক প্রতিষ্ঠানগুলোর কাজকর্ম শুরু হলে তারা আদালতে যাবেন।

কামাল মাওলানা ইন্তেজামিয়া কমিটির প্রধান জুলফিকার পাঠান মসজিদের কাঠামোর সাথে কারচুপির অভিযোগ করেছেন।

পাঠান মকতুবকে বলেছেন, “আমরা ভারতের রাষ্ট্রপতি এবং ভারতের প্রধান বিচারপতির নামে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছি। স্মারকলিপির মাধ্যমে আমরা মসজিদ চত্বরে চলমান এই খননকাজ বন্ধের দাবি জানিয়েছি। এএসআই ৬ থেকে ৯ ফুট গভীর গর্ত খনন করছে। বর্ষাকালে এই জায়গাগুলিতে জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে, যা মসজিদ প্রাঙ্গণের ক্ষতি করতে পারে।”

ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ ২০২৩ সালের এপ্রিল মাসে এই বিষয়ে একটি আদেশ জারি করে। সেই অনুসারে, হিন্দুদেরকে মঙ্গলবার মসজিদ কমপ্লেক্সের ভিতরে উপাসনা করার অনুমতি দেওয়া হয়, আবার মুসলমানদেরকে শুক্রবার এখানে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়।


তথ্যসূত্র:
1. MP: Muslims accuse ASI of physical excavation at Kamal-Bhojshala complex despite SC order
https://tinyurl.com/2t3ma34z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৯ মে, ২০২৪
পরবর্তী নিবন্ধগাজায় আরো ৩ ইসরায়েলি সেনা নিহত