সুদানে মুসলিম বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা অব্যাহত রেখেছে মুহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনী “র্যাপিড সাপোর্ট ফোর্স” (RSF)। গত সপ্তাহে দ্বিতীয় বারের মতো সুদানে এই মিলিশিয়া বাহিনীটির গণহত্যার শিকার হয়েছেন অন্তত দেড় শতাধিক নিরপরাধ বেসামরিক মুসলিম।
স্থানীয় সূত্রমতে, গত ৭ জুন শুক্রবার, সুদানের রাজধানী খার্তুমের যমজ শহরের ওমদুরমান এলাকায় নতুন করে একটি গণহত্যা সংঘটিত করেছে সংযুক্ত আরব-আমিরাত সমর্থিত মিলিশিয়া বাহিনী “আরএসএফ”। মিলিশিয়া দলটি এলাকাটিতে আর্টিলারি দ্বারা ভারি বোমাবর্ষণ করলে বেসামরিক মুসলিমদের বহু বাড়িঘর ও দোকানপাট ধ্বংস হয়ে যায়। আর এসব আর্টিলারি বোমা হামলা ও ধ্বংসযজ্ঞের ফলে এলাকাটির ৬১ জন নিরপরাধ বেসামরিক মুসলিম প্রাণ হারান, আহত হন আরও ৯০ জন। আহতদের মাঝে অনেকের অবস্থা গুরুতর।
নতুন এই হামলাটি গত বুধবার দক্ষিণ সুদানের জাজিরা প্রদেশে আরএসএফ কর্তৃক চালানো গণহত্যার দু’দিন পর সংঘটিত হলো। সেদিন জাজিরায় আরএসএফ মিলিশিয়াদের হামলায় ২২৭ জন বেসামরিক মুসলিম প্রাণ হারিয়েছে। সেখানে আহত হয়েছে আরও ৪০০ এরও বেশি মানুষ।