কাঠুয়ায় দুই কাশ্মীরি যুবককে হত্যা করেছে ভারতীয় সেনা

0
122

১২ জুন,বুধবার ভারতীয় সেনারা জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় দুই কাশ্মীরি যুবককে হত্যা করেছে এবং অপর একজনকে আহত করেছে। উক্ত ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নতুন কর্মকাণ্ড হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

কাশ্মীর মিডিয়া সার্ভিস জানিয়েছে, জেলার সাইদা সুখল হীরানগর এলাকায় একটি তল্লাশি অভিযানের সময় সৈন্যরা ঐ যুবকদের হত্যা করেছে।

একই দিনে ভারতীয় সেনারা রিয়াসি, রাজৌরি, পুঞ্চ, সাম্বা, কাঠুয়া এবং ডোডা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। এ সময় তারা কয়েক ডজন যুবককে গ্রেপ্তার করেছে।

এদিকে, বুধবার চত্তরগালা এলাকায় বা ডোডা জেলায় অনুসন্ধান অভিযানের সময় পাঁচ ভারতীয় সেনা এবং একজন বিশেষ পুলিশ অফিসার আহত হয়েছে। আহত কর্মীদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ভাদেরওয়াহের একটি নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।


তথ্যসূত্র:
1. Indian troops martyr two Kashmiri youth in Kathua
https://tinyurl.com/3ktyx9x7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদক্ষ সৈনিক নিয়োগ ও সামরিক যান সংস্কার কার্যক্রম অব্যাহত রেখেছে ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনী
পরবর্তী নিবন্ধকোকাকোলার বিজ্ঞাপন: বাংলাদেশে বয়কট ক্যাম্পেইন