ইমারতে ইসলামিয়া আফগানিস্তান প্রতিনিয়ত সেনা সংখ্যা বৃদ্ধি করে চলেছে। শুধু সেনা সংখ্যা বৃদ্ধিই নয়, সেনারা যেন যে কোন পরিস্থিতিতে দেশ ও মুসলিম উম্মাহ রক্ষায় নিজেদের সর্বোচ্চ বিলিয়ে দিতে পারে এ লক্ষে প্রদান করা হচ্ছে উন্নত সেনা প্রশিক্ষণ।
দেশটির প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সেনাদের আধুনিক সমরবিদ্যার পাশাপাশি প্রকৃত ইসলামি আকিদাহ ও শরিয়াহর শিক্ষাও প্রদান করা হচ্ছে, এর মাধ্যমে একটি সুদক্ষ ইসলামি বাহিনী গড়ে তুলতে চেষ্টা করছে দেশটি।
গত ২ জুলাই দেশটির ২০৭ আল-ফারুক সেনা কর্পস সেনা প্রশিক্ষণের একটি দীর্ঘ ভিডিও প্রকাশ করেছে। উক্ত ভিডিওতে দেখা যায় সেনারা প্রশিক্ষণে সোভিয়েতের সময়কার ট্যাঙ্ক ব্যবহার করছেন। এছাড়াও সেনারা আধুনিক অস্ত্র নিয়ে প্রশিক্ষণ নিতে দেখা গেছে। এবং ভিডিওর শেষ দিকে সুদক্ষ সামরিক কুচকাওয়াজের দৃশ্য রয়েছে।
তথ্যসূত্র:
1. د ملي دفاع وزارت اړوند د ۲۰۷ الفاروق قول اردو له ښوونیز مرکز څخه د دفاعي ځواکونو بشپړ اصدار.
– https://tinyurl.com/uurwd29p