জোর করে গণভবনে নেওয়া হয়েছিল আবু সাঈদের পরিবারকে

0
355
জোর করে গণভবনে নেওয়া হয়েছিল আবু সাঈদের পরিবারকে

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে জোর করে গণভবনে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তার ভাই রমজান আলী।

শনিবার (১০ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস রংপুরে আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করে। পরে আবু সাঈদের ভাই রমজান আলী সাংবাদিকদের এই তথ্য জানান।

২৮ জুলাই গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তার পরিবারের সদস্যরা। আন্দোলনে নিহত আরো কয়েকজনের পরিবারের সদস্যকে সেদিন গণভবনে আনা হয়েছিল। প্রয়াত আবু সাঈদ এর ভাই রমজান আলী বলেন, শেখ হাসিনা জোরজবরদস্তি করে তাদের গণভবনে ডেকে নিয়ে গিয়েছিল।

এছাড়াও আবু সাঈদের পিতা জনাব মকবুল হোসেন ছেলে হত্যার বিচারের দাবী করেন। তিনি তার ছেলের নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব করেন যাতে করে সাধারণ মানুষ বিনামূল্যে ঔষধ ও সেবা পেতে পারে।

গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন।

১৭ জুলাই বাবনপুরে গ্রামের বাড়িতে দাফন করা হয় তাকে। আবু সাঈদকে প্রকাশ্যে গুলি করার দৃশ্য দেশি-বিদেশি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে সারা দেশে আন্দোলন জোরদার হয়।


তথ্যসূত্রঃ
১. জোর করে গণভবনে নেওয়া হয়েছিল আবু সাঈদের পরিবারকে
– https://tinyurl.com/yc4jzzkf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৮০ বছরের অধিক সময় ধরে চলমান বিবাদের মীমাংসা করল ইমারতে ইসলামিয়া প্রশাসন
পরবর্তী নিবন্ধইমারাতের সকল কর্মকর্তা ও কর্মচারীকে জামাতে নামাজ পড়তে হবে: আমিরুল মুমিনিন