ইমারাতের সকল কর্মকর্তা ও কর্মচারীকে জামাতে নামাজ পড়তে হবে: আমিরুল মুমিনিন

0
416
ইমারাতের সকল কর্মকর্তা ও কর্মচারীকে জামাতে নামাজ পড়তে হবে

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকারের সর্বোচ্চ নেতৃত্বের দ্বারা জারি করা চার দফা ডিক্রিতে, দেশটির সরকারি সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জামাতে নামাজ পড়া বাধ্যতামূলক করা হয়েছে।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আমিরুল মুমিনিন শায়খুল হাদীস মৌলভী হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ কর্তৃক গত ৮ই আগস্ট, বৃহস্পতিবার নতুন একটি ফরমান জারি করা হয়েছে। এতে দাওয়া ও ইরশাদ মন্ত্রনালয়কে অনুরোধ করা হয়েছে যে, কোনও সরকারী কর্মকর্তা যেনো বৈধ কারণ বা শরয়ী অজুহাত ছাড়া জামাতে নামাজ এড়িয়ে না যান।

আর যদি কেউ জামাতে নামাজ আদায়ে অবহেলা করেন, তবে তাকে যেনো প্রথমে পরামর্শ দেওয়া হয় এবং কর্মক্ষেত্রের দায়িত্বশীলকে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়। এরপরও যদি এর পুনরাবৃত্তি ঘটে, তাহলে ফিকহে হানাফির আইনশাস্ত্র অনুসারে তাকে যেনো শাস্তির আওতায় আনা হয়।

ফরমানটির প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে যে, জামাতে নামায পড়া ওয়াজিব এবং যে ব্যক্তি তা ত্যাগ করবে সে তাযিরের সম্মুখীন হবে। এবিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংস্থাকেও তলব করার নির্দেশনা দেওয়া হয়েছে। এই নতুন ডিক্রিতে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানের সব কর্মচারী ও কর্মকর্তাকে সময়মতো ও জামাতে পাঁচবার সালাত আদায় করতে হবে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজোর করে গণভবনে নেওয়া হয়েছিল আবু সাঈদের পরিবারকে
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নিহত আরও ৪০ ফিলিস্তিনি