১৭ আগস্ট, শনিবার, রাজস্থানের বালোত্রা অঞ্চলে একজন হিন্দু সন্ন্যাসী, একটি জনসভায় প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়েছে৷
একটি ভিডিওতে দেখা গেছে, হিন্দু সন্ন্যাসী তেরঙা জাফরান পতাকাধারী একটি জনসভাকে সম্বোধন করে বলেছে, “যদি তারা (মুসলিমরা) একজন হিন্দুকে হত্যা করে, আমরা একশ জনকে হত্যা করব। আমরা তাদের বাড়িতে গিয়ে তাদের হত্যা করব”। এ ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।
জনসভায় একটি বিশাল জনতাকে সম্বোধন করে সন্ন্যাসী, মুসলমানদের “দানব” এবং “নরখাদক” বলে অভিহিত করেছে। সন্ন্যাসী আরও দাবি করেছে যে,আজান ও প্রার্থনার আহ্বান হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান।
অবজারভার পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকর্মা হিন্দু পরিষদ (ভিএইচপি) ভারতের বালোত্রা অঞ্চলে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার জন্য একই ধরনের খোলামেলা আহ্বান জানিয়েছে। এ সময় উগ্রপন্থীরা, “জিস্কো শাহে আফজাল খান, উসকো ভেজো পাকিস্তান। জব মুলে কাতে যায়েঙ্গে, রাম রাম চিল্লায়েঙ্গে” বলে স্লোগান দিয়েছে ।
এই জনসভায়, হিন্দুদের বিরুদ্ধে বাংলাদেশে কথিত সহিংসতার প্রতিক্রিয়া হিসাবে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হিন্দুদের আহ্বান জানানো হয়। জনসভায় মুসলমানদের বিরুদ্ধে, হিন্দুদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার এবং ‘অস্ত্র প্রস্তুত রাখার’ নির্দেশ দিতে শোনা যায়।
তথ্যসূত্র:
1. ‘Kill a Hundred Muslims for Every Hindu’: Hindu Monk in Rajasthan Calls for Violence Against Muslims
– https://tinyurl.com/46vxcf8h
2.Monk calls for violence against minorities in Rajasthan’s Balotra
– https://tinyurl.com/mthubcuw