বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের (বিপু) মালিকানাধীন ‘প্রিয়প্রাঙ্গণ’ ভবনে অভিযানে ১ কোটি ৫১ হাজার ৩০০ টাকা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২০ আগস্ট) রাতভর অভিযানে এগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাতে প্রিয়প্রাঙ্গণে অভিযান শুরু করা হয়। অভিযান শেষ হয় আজ বুধবার ভোরের দিকে। এ সময় ভবনটি ঘিরে রাখেন সেনাবাহিনী, বনানী থানার পুলিশ ও র্যাব সদস্যরা। অভিযানের সময় নসরুল হামিদ অফিসে ছিল না।
অভিযানে প্রিয়প্রাঙ্গণ ভবনের দ্বিতীয় তলায় হামিদ গ্রুপের কার্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের কক্ষে বড় ভল্টের পাশের টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৮ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। এর বাঁয়ে থাকা আরেকটি কক্ষের দুটি ড্রয়ার থেকে ৩ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। এরপর ষষ্ঠতলায় অবস্থিত হামিদ গ্রুপের কার্যালয় থেকে ২০ লাখ ৯৩ হাজার টাকা জব্দ করা হয়।
এ ছাড়া ওই অফিস থেকে ৫০ পাউন্ডের চারটি নোট যার একটি ছেঁড়া, তুরস্কের মুদ্রা ২০০ লিরার একটি নোট, ১০০ লিরার দুটি, ৫০ লিরার একটি, ২০ লিরার একটি ও ১০ লিরার চারটি নোট পাওয়া গেছে। সর্বমোট ৫১০ লিরা জব্দ করা হয়। ভবনটি থেকে দেশি–বিদেশি মোট ১ কোটি ৫১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে বনানী থানার পরিদর্শক (অপারেশনস) মো. ইসরাফিল আজ সন্ধ্যায় বলেন, প্রিয়প্রাঙ্গণ ভবন থেকে ১ কোটি ৫১ হাজার ৩০০ টাকা জব্দ করার ঘটনায় বনানী থানায় মামলার প্রক্রিয়া চলছে।
তথ্যসূত্র:
১. সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কার্যালয়ে অভিযানে দেড় কোটি টাকা জব্দ – https://tinyurl.com/24yc73wu