মনিপুরে ধর্ষণের পর তিন সন্তানের জননীকে জীবন্ত পুড়িয়ে হত্যা

0
140

মণিপুরে তিন সন্তানের মা’কে ধর্ষণ করার পর জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। এ ছাড়াও কমপক্ষে ২০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দ্য টেলিগ্রাফ অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (০৭ নভেম্বর) রাতে জিরিবাম জেলার হামার উপজাতীয় গ্রাম জাইরাউনে সন্দেহভাজন আততায়ীরা এ ঘটনা ঘটায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ বছর বয়সী নির্যাতিতা ওই নারী গ্রামের একটি স্কুলের শিক্ষিকা। তার স্বামী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

জিরিবাম পুলিশ প্রধানের কাছে ওই নারীর স্বামী নুগুরথানসাংয়ের দায়ের করা অভিযোগ অনুসারে, বৃহস্পতিবার (০৭ নভেম্বর) রাতে ওই নারীকে মেইতি জনগোষ্ঠীর সশস্ত্র ব্যক্তিরা ধর্ষণের পর হত্যা করে।

হামার জাতিগতভাবে কুকি-জো লোকদের অর্ন্তভূক্ত ২০২৩ সালের ৩ মে থেকে রাজ্যের হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জাতির সাথে তাদের সংঘর্ষ চলছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটি ভিডিওতে কিছু নারীকে জোসাংকিম হামারের ‘পুড়ে যাওয়া দেহাবশেষ’ বহন করতে দেখা গেছে।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর একটি সশস্ত্র কুকি-জো-হামার গ্রুপ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এরপর কিছুদিন শান্ত থাকলেও বৃহস্পতিবারের ঘটনায় সংক্ষিপ্ত স্থবিরতা ভেঙে গেছে। মেইতেই এবং কুকি-জোসের মধ্যে চলমান জাতিগত সংঘাতে মৃত্যুর সংখ্যা কমপক্ষে ২৩৮ জনে দাঁড়িয়েছে, পাশাপাশি গত বছরের ৩ মে থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৬০ হাজার বাস্তুচ্যুত হয়েছে।


তথ্যসূত্রঃ
1.Manipur: Mother of three raped and burnt alive in Jiribam district
– https://tinyurl.com/249pjt89
2.উত্তপ্ত মণিপুর, তিন সন্তানের মাকে জীবন্ত পুড়িয়ে হত্যা
– https://tinyurl.com/4rp8kz72

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় আশ-শাবাবের হামলায় তুরস্ক ও মার্কিন বাহিনীর ২টি ড্রোন ভূপাতিত
পরবর্তী নিবন্ধআরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হলো বৃদ্ধের