আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হলো বৃদ্ধের

0
65

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জিরো লাইনে মাইন বিস্ফোরণে নুরুল হক নামে এক বৃদ্ধের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (৮ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের ভাজাবনিয়া এলাকার সীমান্তের জিরো লাইনে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা নুরুল কবির গণমাধ্যমকে জানান, শুক্রবার জুমার নামাজের আগে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি (এএ) সীমান্তের জিরো লাইনের চলাচলের রাস্তায় এসে বিভিন্ন জায়গায় মাইন পুঁতে চলে যায়। জুমার নামাজের পর বিকট শব্দ হলে স্থানীয়রা দেখতে পান এক বৃদ্ধ ঘটনাস্থলে কাতরাচ্ছেন। এ সময় ভাজাবনিয়ার বাসিন্দা আনুসহ কয়েকজন বৃদ্ধ নুরুল হককে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করান।

বৃদ্ধকে উদ্ধারকারী আনু গণমাধ্যমকে জানিয়েছে, শুক্রবার বেলা ২টার দিকে ঘুমধুম ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের ভাজাবনিয়া এলাকার সীমান্তের জিরো লাইনে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা গিয়ে দেখি বৃদ্ধ নুরুল হকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ভূক্তভোগী ওই বৃদ্ধ রোহিঙ্গা নাগরিক।


তথ্যসূত্রঃ
১.আরকান আর্মির পোঁতা মাইন বিস্ফোরণে বৃদ্ধের পা বিচ্ছিন্ন
– https://tinyurl.com/5hepwb4b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমনিপুরে ধর্ষণের পর তিন সন্তানের জননীকে জীবন্ত পুড়িয়ে হত্যা
পরবর্তী নিবন্ধপাবলিক প্লেসে বোরখা পরিধানকে নিষিদ্ধ করে বিল পাস করলো সুইজারল্যান্ড