আফগান সরকার কাবুলের উন্নয়ন প্রকল্পে সম্পত্তি অধিগ্রহণের জন্য ২ বিলিয়ন আফগানি ক্ষতিপূরণ প্রদান করেছে

0
24

আফগানিস্তানের রাজধানী কাবুল পৌরসভা গত তিন বছরে শহরের উন্নয়ন প্রকল্পের জন্য কিছু জমি অধিগ্রহণ করেছিল। যেইসব জনসাধারণের সম্পত্তি উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয়েছিল, তাদের মধ্যে ২,০০০ মানুষকে জমির ক্ষতিপূরণ হিসেবে প্রায় ২ বিলিয়ন আফগানি (আফগানি মুদ্রা) অর্থ প্রদান করেছে।

গত ২৪ নভেম্বর এক প্রতিবেদনে এ বিষয়টি জানিয়েছে আফগান গণমাধ্যম ‘বাখতার নিউজ এজেন্সি’। প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল পৌরসভা শহরের বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কর্তৃপক্ষ শহর জুড়ে নতুন সড়ক নির্মাণ ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন চলছে। কর্তৃপক্ষকে এ জন্য নাগরিকদের থেকে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করতে হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই সম্পত্তি অধিগ্রহণগুলো আইনি বিধিমালা অনুসারে সম্পন্ন করা হয়েছে, যাতে সম্পত্তির মালিক এবং প্রভাবিত ব্যক্তিদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়।

কাবুল পৌরসভার সম্পত্তি অধিগ্রহণ বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার আবদুল মতিন হানিফ বলেছেন, সম্পত্তি অধিগ্রহণ সংক্রান্ত নাগরিকদের অধিকার সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। তিনি নাগরিকদেরকে আহ্বান জানান, যারা নতুন সড়ক নির্মাণ প্রকল্পের জন্য তাদের সম্পত্তি হারিয়েছেন, তারা যেন দ্রুত তাদের প্রয়োজনীয় দলিল কাবুল পৌরসভায় জমা দিয়ে তাদের ক্ষতিপূরণ দাবি করেন।

তিনি বলেন, কাবুল শহরের উন্নয়ন এবং মান উন্নত করার জন্য নতুন সড়ক নির্মাণ খুবই গুরুত্বপূর্ণ। পৌরসভা তাদের কাজ চালিয়ে যাবে যাতে শহরের অবকাঠামো আরো উন্নত হয়।


তথ্যসূত্র:
1. KM Compensates Nearly AFN 2 Billion for Property Acquisitions in Development Projects
– https://tinyurl.com/3w9ax99k

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধঢাকা টিটি কলেজে ফের গণরুম খুললো নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মীরা