বুরকিনা ফাসোয় ৪টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিলো আল-কায়েদা

0
80

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন, এই অঞ্চলের বুরকিনা ফাসোর জান্তা বাহিনী থেকে ৪টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানা গেছে।

আঞ্চলিক সংবাদ মাধ্যম আয-যাল্লাকা মিডিয়ার তথ্য অনুযায়ী, গত ২৩ ও ২৪ নভেম্বর বুরকিনা ফাসোর কায়া, ডোরী এবং ফাদানগোরমা রাজ্যে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করছেন মুজাহিদিনরা। এরমধ্যে প্রথম অভিযানটি চালানো হয় গত ২৩ নভেম্বর সন্ধ্যায় ফাডেনগোরমা শহরে। অভিযানটি শহরের উপকণ্ঠে ডুগৌ গ্রামে বুরকিনান সেনাবাহিনীর একটি সদর দফতর লক্ষ্য করে চালানো হয়। সংক্ষিপ্ত লড়াই শেষে বুরকিনান বাহিনী সামরিক ঘাঁটিটি ছেড়ে পালিয়ে যায়, পরে মুজাহিদিনরা সামরিক ঘাঁটিটির নিয়ন্ত্রণ নেন।

এদিন কায়া রাজ্যের ফোর্জ এলাকাতেও বুর্কিনান সরকার সমর্থিত মিলিশিয়া বাহিনীর একটি সদর দফতরে হামলা চালান মুজাহিদিনরা। মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে সংক্ষিপ্ত লড়াই শেষে মুজাহিদিনরা সদর দফতরের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেন।

এমনিভাবে গত ২৪ নভেম্বর সন্ধ্যায়, কেয়া রাজ্যের বিসলা গ্রামে একটি অতর্কিত আক্রমণ চালান মুজাহিদিনরা। অভিযানটি বুরকিনান সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হলে সেনা সদস্যরা পালিয়ে যায়। সেনাদের এই পলায়নের পর মুজাহিদগণ ঘাঁটিটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হন।

একইদিন সন্ধ্যায় ডোরি রাজ্যের বানি গ্রামে আরও একটি অভিযান চালান মুজাহিদিনরা। অভিযানটি বুরকিনান মিলিশিয়াদের একটি সদর দফতর লক্ষ্য করে চালানো হয়। মুজাহিদিনরা সংক্ষিপ্ত লড়াই শেষে সদর দফতরে উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচিন্ময়কে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি বিজেপির
পরবর্তী নিবন্ধদুই আওয়ামী এমপিকে জামিনে মুক্তি দিলো আদালত