দুই আওয়ামী এমপিকে জামিনে মুক্তি দিলো আদালত

0
24

ঝিনাইদহ-১ আসনের আওয়ামী সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার ও ঝিনাইদহ-২ আসনের আওয়ামী সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিকে অন্তর্বর্তী জামিন দিয়েছে বাংলাদেশের আদালত!

রোববার (২৪ নভেম্বর) বিকালে ৫ হাজার টাকা মুচলেকায় জেলা ও দায়রা জজ আদালত জামিন দেয় তাদের। সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি লাভ করে তারা।

কারাগার থেকে বেরিয়ে একটি সাদা রংয়ের জিপে তাহজীব আলম সিদ্দিকী সমি এবং ছাই রংয়ের অপর একটি প্রাইভেটকারে চড়ে নায়েব আলী জোয়ারদার কারাগার ত্যাগ করে। এ সময় স্বল্পসংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিল।
আইনজীবী আব্দুল মান্নান ও শামসুজ্জামান তুহিন জানায়, ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার দুইটি মামলায় এবং ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি একটি হত্যাসহ তিন মামলায় কারাগারে ছিল। অন্তর্বর্তী জামিন পেয়েছে তারা।

আইনজীবীরা আরও জানায়, রোববার অসুস্থতার কারণ দেখিয়ে জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানানো হলে শুনানি শেষে বিচারক মো. ইমরান হোসেন চৌধুরী আগামী ধার্য তারিখ ১ ডিসেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করে তাদের।

জেলা বিএনপি কার্যালয় ও জেলা বিএনপি সভাপতি এমএ মজিদের বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় নায়েব আলী জোয়ারদারকে ১২ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে এবং তাহজীব আলম সিদ্দিকী সমিকে জামায়াত কর্মী ঝিনাইদহ আলিয়া মাদ্রাসা শিক্ষক আ. ছালাম হত্যাসহ তিন মামলায় ৭ নভেম্বর সাভার থেকে গ্রেফতার করে র‌্যাব।


তথ্যসূত্র:
১. ঝিনাইদহের সাবেক দুই এমপি জামিনে মুক্ত
– https://tinyurl.com/3savmk3j

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনা ফাসোয় ৪টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিলো আল-কায়েদা
পরবর্তী নিবন্ধসীমান্তে মাদকসহ গ্রেফতার ভারতীয় নাগরিক