সীমান্তে মাদকসহ গ্রেফতার ভারতীয় নাগরিক

0
16

কুমিল্লা সীমান্তে ১০০ বোতল ফেনসিডিলসহ মেহেদী হাসান (১৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে সীমান্তের কুমিল্লার কেরানীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মেহেদী হাসান ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজালা জেলার সোনামুড়া থানার এনসি নগর গ্রামের স্বপন মিয়ার ছেলে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজেপির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ গোলাবাড়ী পোস্টে বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত পিলার ২০৮২/১-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর নামক স্থান থেকে ১০০ বোতল ফেনসিডিল এবং একটি মোবাইল ফোনসহ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালানের জন্য বাংলাদেশে প্রবেশ করা ভারতীয় নাগরিক মেহেদী হাসানকে আটক করা হয়।


তথ্যসূত্রঃ
১. কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক
– https://tinyurl.com/yc8bcf3r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদুই আওয়ামী এমপিকে জামিনে মুক্তি দিলো আদালত
পরবর্তী নিবন্ধভারতীয় বিএসএফ এর গুলিতে আহত দুই বাংলাদেশী