ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২৯ নভেম্বর, শুক্রবার দকখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তরের বেইত লাহিয়ার দুটি বাড়িতে বিমান হামলায় ৭৫ জন নিহত হয়েছেন।
৩০ নভেম্বর, শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
অবরুদ্ধ অঞ্চলটির সরকারি মিডিয়া অফিসের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যমটি বলছে, ২৯ নভেম্বর, শুক্রবার হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধার স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
খবরে আরও বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনিদের মধ্যে ক্ষুধা ও দুর্ভোগ চরম বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে।
এক বিবৃতিতে, বেসামরিক প্রতিরক্ষার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী উত্তর গাজার যেকোনো ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে, এমনকি পানি সংগ্রহকারী বা খাবার বা কাঠের সন্ধানকারী ব্যক্তিকেও আক্রমণ করা হচ্ছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলের বর্বর হামলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৩৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান এ হামলায় আহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে এক লাখ ৫ হাজার ৭০ জন।
এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
তথ্যসূত্র:
1.Israel army killed 100 Palestinians in northern Gaza in past 24 hours: Civil Defence
– https://tinyurl.com/24cr39uy
2. Israeli army killed 100 Palestinians in northern Gaza in past 24 hours: Civil defense
– https://tinyurl.com/5n8wu9w2