খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যান্ত্রিক ওয়ার্কশপে ৩২ লাখ ৯৬ হাজার টাকার প্রকল্পে ২৬ লাখ টাকারই কাজ হয়নি। এমন অভিযোগে মঙ্গলবার (২১ জানুয়ারি ) বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত নগরীর জোড়াগেট ওয়ার্কশপে অভিযান চালিয়েছে খুলনার দুর্নীতি দমন কমিশন-দুদকের একটি দল।
অভিযান চলাকালে দুদক কর্মকর্তারা কাগজপত্রের কাজ ও খরচের বিষয়টি খতিয়ে দেখেন। কতটুকু কাজ হওয়ার কথা ছিল আর কিভাবে হয়েছে সেটিও ফিতা দিয়ে মেপে দেখেন কর্মকর্তারা। টেকনিক্যাল এসব কাজ দেখার জন্য সড়ক বিভাগ ও গণপূর্ত বিভাগের প্রকৌশলীদের সঙ্গে নেয় দুদুক।
অভিযান পরিচালনা শেষে উপপরিচালক আব্দুল ওয়াদুদ গণমাধ্যমকে বলেন, নানা অনিয়ম হয়েছে, প্রকল্পের অনেক কাজ একেবারেই হয়নি। ৩২ লাখ ৯৬ হাজার ১০১ টাকার প্রকল্পে ২৬ লাখ টাকারই কাজের হিসাব পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, প্রকল্পে কাজ ছিল দুই ভাগে- সিভিল ও ম্যাকানিক। সিভিলের দুটি আইটেমের মধ্যে একটিও কাজ পাওয়া যায়নি। আর ম্যাকানিকের পাঁচটি আইটেমের মধ্যে চারটির কাজ আংশিক আকারে পাওয়া গেছে। সেগুলোতেও নিম্নমানের মালামাল ব্যবহার করা হয়েছে।
দুদক উপপরিচালক বলেন, পুরাতন ইটের ব্যবহার করা হয়েছে সেটিও আবার অন্য ঘরের ফ্লোর থেকে তুলে আনা। আটশ মিটার ওয়ালের স্থলে তৈরি করা হয়েছে মাত্র ২৩২ মিটার। পাওয়া গেছে দুর্নীতির আরও অনেক প্রমাণ। এছাড়া বিক্রির জন্য বাইরে অনেক মালামাল স্তূপ করে রাখা হয়েছে। সেগুলোর বিক্রি প্রক্রিয়ার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তথ্যসূত্র:
১.৩৩ লাখ টাকার প্রকল্পে ২৬ লাখেরই কাজ হয়নি
-https://tinyurl.com/pxux3pt7