পবিত্র কুরআন পুড়ানো সালওয়ানকে সুইডেনে গুলি করে হত্যা

2
270

ইসলাম বিরোধী কার্যকলাপ এবং বেশ কয়েকবার মহান রব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল-কুরআনের উপর আক্রমণের জন্য পরিচিত সালওয়ান মোমিকা। সুইডেনে একটি অ্যাপার্টমেন্টের ভিতরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

সুইডিশ রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পবিত্র কুরআন পোড়ানো এবং ইসলামের উপর আক্রমণের জন্য বিশ্বব্যাপী ঘৃণিত ৩৮ বছর বয়সী ইরাকি নাগরিক সালওয়ান মোমিকাকে স্টকহোম শহরে নিজ বাড়িতে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

সুইডিশ রাষ্ট্রীয় সম্প্রচারক এসভিটি নিশ্চিত করেছে যে, গত ২৯ জানুয়ারি বুধবার গভীর রাতে, স্টকহোমের উপশহর সোদেরতালজের একটি বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় একটি লাশ পাওয়া গেছে। নিহত ব্যক্তি ৩৮ বছর বয়সী ইরাকি নাগরিক সালওয়ান মোমিকা। সুইডিশ পুলিশ এবং বিচার বিভাগ ঘটনাটি নিশ্চিত করেছে।

সুইডেনে কথিত বাকস্বাধীনতার নামে পুলিশী পাহারায় মোমিকা ২০২৩ সালে প্রথমে দুবার পবিত্র কুরআনকে অবমাননা করে এবং তাতে আগুন ধরায়। তখন তার এধরণের কুরআন অবমাননার কয়েকটি ভিডিও বিশ্বব্যাপী প্রচার হয়, যা বেশ কয়েকটি মুসলিম দেশে ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছিল।

শেষ পর্যন্ত সুইডিশ সরকারের আশ্রয়ে দেশটিতে বসবাস এবং পুলিশী সুরক্ষা তাকে কোনো সাহায্য করতে পারি নি। বরং স্টকহোমে নিজ বাসাতেই গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে তার লাশ।


তথ্যসূত্র:
1. Iraqi man who desecrated Quran in Sweden shot dead
– https://tinyurl.com/3rjbm2dr

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের নানগারহার প্রদেশে ১৬০ হেক্টর সরকারি জমি অবৈধ দখল হতে উদ্ধার
পরবর্তী নিবন্ধমহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে ৪০ জনের মৃত্যু; প্রকৃত সংখ্যা গোপনের চেষ্টা মোদী সরকারের