১২ হাজার পিস ইয়াবাসহ আটক আওয়ামী লীগ নেতা মুজিব

0
54

১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা সূত্রে জানা যায়, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান (৫৩) তাঁর বাড়িতে বিপুল পরিমাণ মাদক (ইয়াবা) পাচারের উদ্দেশ্যে মজুত করে রেখেছে।

এই তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মুজিবুর রহমান কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে কোস্ট গার্ড তাকে ধরে ফেলে। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা জব্দ করে কোস্ট গার্ড।


তথ্যসূত্র:
১. ১২ হাজার ইয়াবাসহ আটক সেন্টমার্টিন আওয়ামী লীগ সভাপতি মুজিব
– https://tinyurl.com/42svtd3r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় দিনেও ভাঙচুর কাজ চলমান ধানমন্ডি-৩২; মাটির নিচে ০৫ তলা ভবনের সন্ধান ‘আয়নাঘর’ দাবী ছাত্র জনতার
পরবর্তী নিবন্ধ‘বিএসএমএমইউর’ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ দিল ছাত্র জনতা