ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ৩০ সেনা সদস্যের আইন বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

0
0

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ৩০ জন তরুণ সেনা সদস্য আইন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করেছে। তারা চার মাসব্যাপী এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ২৮ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এ উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রশিক্ষণ সমাপ্তির সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে আইন বিভাগের প্রধান মোল্লা মসিহউল্লাহ মুয়াজ্জিন হাফিযাহুল্লাহ, মোল্লা আসাদউল্লাহ আজাজ হাফিযাহুল্লাহ ও আইন বিভাগের সহকারী প্রধানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেন, ‘আজকের ইসলামি শাসন সহজে অর্জিত হয়নি, এর জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাই আমাদের উচিত দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হওয়া, গাফিলতি এড়িয়ে চলা এবং ইসলামি শাসনব্যবস্থাকে দৃঢ়ভাবে সমর্থন করা।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা ইসলামি শাসনের সেবা ও দায়িত্ব পালনে তাদের প্রস্তুতির কথা ব্যক্ত করেন। পরে তাদের সনদ প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য যে, সেনাদের আইন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণের গুরুত্ব অপরিসীম, কারণ এটি শুধু তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে না, বরং একটি সুশৃঙ্খল ও মানবিক প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠা নিশ্চিত করে। সামরিক বাহিনীর সদস্যরা যখন আইন ও মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলোর প্রতি সচেতন থাকে, তখন তারা নাগরিকদের মৌলিক অধিকার এবং ন্যায়বিচারের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


তথ্যসূত্র:
1. د حقوقي مسلکي زده کړو څخه د ملي اسلامي اردو ٣٠ تنه ځوان منسوبین فارغ شول
– https://tinyurl.com/mt9kbku2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ১৯২ নবীন সেনার প্রশিক্ষণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধদখলদার ইসরায়েলকে ৩ বিলিয়ন ডলারের বুলডোজার ও গোলাবারুদ দিল যুক্তরাষ্ট্র