বিএনপির ফেস্টুন ফেলে দেওয়ায় মানসিক প্রতিবন্ধিকে মারধর

0
0

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির ফেস্টুন ফেলে দেওয়ায় এক মানসিক ভারসাম্যহীন (প্রতিবন্ধী) ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সভাপতির ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে টুঙ্গিপাড়া উপজেলার খালেক বাজারে এ ঘটনা ঘটে।

যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। তবে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

গণমাধ্যমের বরাতে জানা যায়, গত সোমবার গোপালগঞ্জে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়া উপজেলার খালেক বাজার এলাকার মহাসড়কের পাশে ব্যানার ও ফেস্টুন টাঙ্গায় উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গত ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি মহাসড়ক দিয়ে হাঁটছিল। তখন বিএনপির একটা ফেস্টুন সামনে বাধায় সেটা ফেলে দেয়। এটা দেখেই ক্ষিপ্ত হয়ে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সভাপতি মোক্তার হোসেন মোল্যার ভাই শাহ কারিম মোল্যা ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে দৌড়ে গিয়ে মারধর করে।


তথ্যসূত্র:
১. টুঙ্গিপাড়ায় বিএনপির ফেস্টুন ফেলে দেওয়ায় মানসিক প্রতিবন্ধীকে মারধর
-https://tinyurl.com/4h2swswa

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজবির দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় আটক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্মী
পরবর্তী নিবন্ধসীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করলো বিএসএফ