মসজিদের সভাপতির পদ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ; আহত ০৪

0
0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে সংঘর্ষে অংকন নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শুক্কুর আলী মোল্লা ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত অংকন উপজেলার ভুলতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, উপজেলার মিঠাবো এলাকায় মিঠাবো জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি হতে গত তিন সপ্তাহ ধরে আগের কমিটির লোকজনকে জোরপূর্বক বল প্রয়োগ করে আসছিল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শুক্কুর আলী মোল্লা। এ নিয়ে সমাজের লোকজনের মধ্যে গত দুই সপ্তাহ ধরে বিরোধ চলছিল। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নিজেকে সভাপতি হিসেবে ঘোষণা দেয় শুক্কুর আলী মোল্লা। এ নিয়ে শুক্কুর আলী মোল্লা ও তার লোকজনের সঙ্গে সমাজের লোকজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এ ঘটনায় শুক্কুর আলী মোল্লা ১০ থেকে ১২ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় অভিযোগটি আমলে নেয়নি। পরে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ আদালতে মামলা করে শুক্কুর আলী মোল্লা।

এর পরদিন শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর শুক্কুর আলী মোল্লার কাছে মামলার কারণ জানতে চায় সমাজের লোকজন। এ সময় শুক্কুর আলী মোল্লা তার ভাই শাহাদাত হোসেন মোল্লা, ছেলে সনেট মোল্লা, সজল মোল্লা ও সানী মোল্লাসহ তাদের লোকজনের সঙ্গে সমাজের লোকজনের মধ্যে কথাকাটাকাটি এবং হাতাহাতি হয়।

এ ঘটনার জের ধরে বিকেল সাড়ে ৩টার দিকে শুক্কুর আলী মোল্লাসহ তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিঠাবো এলাকার রুমানের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এ সময় ভুলতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি অংকন এগিয়ে গেলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা অংকনের চাচা ভুলতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুরাদুল ইসলাম মুরাদ, রুমান ও সৈকতকে পিটিয়ে আহত করে।


তথ্যসূত্র:
১. মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে ছাত্রদল-বিএনপির সংঘর্ষ, আহত ৪
– https://tinyurl.com/yrh5y8pv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে বাংলাদেশিকে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে গেল বিএসএফ
পরবর্তী নিবন্ধচাঁদা না দেওয়ায় গাড়ীসহ হকারকে তুলে নিয়ে গেল যুবদল নেতা